নিরপেক্ষ নির্বাচনসহ ১০ দফা দাবীতে পটুয়াখালীতে ইসলামী আন্দেলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিরপেক্ষ নির্বাচনসহ ১০ দফা দাবীতে পটুয়াখালীতে ইসলামী আন্দেলনের  বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
নিরপেক্ষ নির্বাচন, তফসিল ঘোষনার পূর্বে জাতীয় সংসদ ভেঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনসহ ১০ দফা দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল  করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দরা।
 রবিবার সকাল ১০টায় বড় জামে মসজিদের সামনে ইসলামী আন্দোল বাংলাদেশ পটুয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা অহিদুজ্জামানের সঞ্চলনায় সমাবেশে জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাও. কাজী গোলাম ছরোয়ার বলেন, নির্বাচনের পূর্বে সংসদ ভেঙ্গে দিতে হবে। সকল নিবন্ধিত রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশনার গঠন করতে হবে। দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষনা করতে হবে, নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ করতে হবে, কোটা সংস্কার আন্দোলন  এবং নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করতে হবে। গণমাধ্যম নিয়ন্ত্রনের নামে উদ্দেশ্য প্রণীত বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ তৈরী করতে হবে। রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সকল ধরনের হয়রানী বন্ধ করতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা বিশিষ্ট আলেমে দীন মাও. হেদায়েতুল্লাহ জেহাদী, শ্রমিক আন্দোলনের সভাপতি মাও. মোস্তাফিজুর রহমান, যুব আন্দোলনের সভাপতি মাও. আবুল বাশার জেহাদী, শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ মাও. মোঃ মহিউদ্দিন সিকদার, ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ফেরদৌস খান, ছাত্র আন্দোলনের সভাপতি কেএমএইচ ইউনুচ আলী, মাওলানা হাসান বোখারী, আনম আবু সাঈদ, মাওঃ ওয়ালী উল্লাহ রশিদী, মাওঃ আঃ সালাম, হাফেজ জাকারিয়া আল হামেদী, মোঃ সেলিম মিয়া, সিদ্দিকুর রহমান প্রমূখ। পরে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দ্বিতীয় সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে ১০দফা দাবী সম্বলিত একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন।